শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মিনিট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মু. জসিম উদ্দিন (৪৭) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার সরল ইউনিয়নের শফিকুর রহমান চৌধুরীর পুত্র বলে জানা যায়। এ ঘটনায় একই সিএনজির আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটেছে বাঁশখালী প্রধান সড়কের পাইরাং অট্টাল তলা এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর ছেড়ে চলে আসা যাত্রীবাহী সিএনজি পাইরাং অট্টইল তলা এলাকায় এসে পৌছালে একটি দ্রুতগামী মিনিট্রাক (ডেম্পার) সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজির সামনে বসা জসিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় আহত হয়েছে পেকুয়া বারবাকিয়া শিলখালী এলাকার সিএনজি যাত্রী মু. ফিরোজ ও তার শাশুড়ি মাবিয়া বেগম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নিগার সোলতানা জানান, 'ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।