সেবা ডেস্ক: বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত একজন ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন। এবারো এর ভিন্ন কিছু ঘটেনি। তারই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি গাইলেন তিনি। আর সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
এ বিষয়ে হিরো আলম জানান, শিল্পী হওয়ার চেষ্টায় তিনি গানের জগতে এসেছেন।
তবে হিরো আলমের ‘বাবু খাইছো’ গানটি পছন্দ করেননি এমন মানুষের সংখ্যাই বেশি। ইউটিউবের ডিজলাইকের সংখ্যা এমনটাই জানাচ্ছে। গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। গানটি হিরো আলম নিজেই গেয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২২৭ বার। গানটিতে লাইক পড়েছে ১১ হাজারের মতো। অপরদিকে ডিজলাইক পড়েছে ৩১ হাজারের বেশি। গানটির নিচে আসা ১১ হাজার কমেন্টের বেশিভাগেই নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।