বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) থানা সংলগ্ন প্রধান সড়কে মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার এসআই নাজমুল হক, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহেরসহ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
মাস্ক বিতরণকালে ওসি মোহাম্মদ সফিউল কবীর মজুমদার বলেন, ‘বর্তমান করোনা সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন হতে হবে। এজন্য সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।