উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় দিনভর অবৈধ স্থাপনা ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বুধবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নাহিদ হাসান খান জানান, তার অভিযানে অংশ নেওয়া সদস্যগণ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের পাশে ১৭টি অবৈধ দোকান এবং উপজেলার পাইকপাড়ায় মহাসড়কের দু’পাশে ১৫টি দোকান ও বিভিন্ন স্থাপনা এবং চড়–ইমুড়ি কমিউনিটি ক্লিনিকের পাশে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এসময় দীর্ঘদিন ধরে দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার প্রায় ১ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। এসময় উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এবং র্যাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।