ইসলামপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

S M Ashraful Azom
0
ইসলামপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষ রোপনের লক্ষে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।  

রবিবার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল আনুষ্ঠানিক ভাবে এই ওই বিদ্যালয় চত্তরে বৃক্ষ রোপণ করেন।  এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধীন,উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও ওইবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীর আওতায় বিদ্যালয়ের খেলার মাঠের চার পাশে ৫০টি বৃক্ষের চারা রোপন করা হয়। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top