ঘাটাইল প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত করা হয়েছে। এ কমিটিতে শামছুল হুদা চৌধুরীকে সভাপতি ও এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি,জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ওই প‚র্ণাঙ্গ কমিটির অনুমোদনের কপি ও আইডি কার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন । এ কমিটির মেয়াদ আগামী ৩০ জুন ২০২২ ইং পর্যন্ত বলবৎ থাকবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলার শাখার সভাপতি নাসরিন জাহান খান (বিউটি), সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপনসহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ।
কমিটির অন্যসদস্যরা হলেন- সহ-সভাপতি আনছার আলী, বেলায়েত হাসেন, মো. গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ, আনোয়ার হোসেন, মো.শামীম আল মামুন,শাহনেওয়াজ তালুকদার সবুজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, অর্থ সম্পাদক মিন্টু মিয়া, প্রচার ও প্রকাশ সম্পাদক হারুন রশিদ খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হোসেন আলী (হলুদ), মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রওশন আরা রুবী, দপ্তর সম্পাদক মো.মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হারুনুর রশীদ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান ইমরান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান, নির্বাহী সদস্য মো.শাহাদত হোসেন শামীম,মো.মনির হোসেন,মো.মশিউর রহমান,মো.আব্বাস আলী তালুকদার,শংকর সেন,মো.মিজানুর রহমান খান,মো.ছিদ্দিক মিয়া,এস এম আবু তাহের,মো.হাসানুজ্জামান, মো.ইয়ামিন ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।