গাইবান্ধায় শরিকের অগ্রগতি পর্যালোচনা

S M Ashraful Azom
0
গাইবান্ধায় শরিকের অগ্রগতি পর্যালোচনা


আশরাফুল ইসলাম গাইবান্ধা: স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নে শরিক (চতুর্থ পর্যায়) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন  মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে গাইবান্ধা বিআরডিবি। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন গাইবান্ধা সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাহাজুল ইসলাম। পরে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. আবদুস সবুর। এরপর হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের গাইবান্ধা জেলা সমন্বয়কারী মো. মিলন চৌধুরী প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। 
পরে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে ও শরিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছা. সালমা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও বিআরডিবির পরিচালক (প্রশিক্ষণ) সাঈদ কুতুব এবং গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম। শেষে ইউএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা মতামত এবং অভিজ্ঞতা তুলে ধরেন কর্মশালায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউপি চেয়ারম্যান ও সচিব এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তারা। উল্লেখ্য, প্রকল্পটি ২০১৭ সালের জানুয়ারি থেকে গাইবান্ধা ও বরিশাল জেলার সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে কাজ করছে।

এতে অতিথির বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু বলেন, এই প্রকল্পটি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করছে। প্রকল্পটি স্ব-স্ব ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করেছে। যার সুফল পাচ্ছে সেই ইউনিয়নের অধিবাসীরা।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top