শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া রাবেয়া-কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মানবতার সেবায় ফার্স্ট এইড ফাউন্ডেশন এক অনন্য নাম। নিতান্তই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ ফাউÐেশন টেকনাফ হতে তেঁতুলিয়া অবধি দেশের প্রত্যন্ত অজপাড়াগাঁয় সুবিধাবঞ্চিত হত-দরিদ্র মানুষের মাঝে সাধ্যমত খাদ্য বস্ত্র শিক্ষাবৃত্তি, ঔষধ, বিনামুল্যে চিকিৎসাসেবা দান, চাল, ডাল, আলু, লবণ ও তেল সমন্বিত খাদ্যসামগ্রীর প্যাকেজ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রদান করে আসছেন।
পাশাপাশি এ অঞ্চলের শিশু ও দুস্থ মহিলাদের মাঝে সচেতনতা ম‚লক আলোচনা শেষে স্যানিটারি ন্যাপকিন বিতরণকরেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অসীম কুমার মÐল, ফাউÐেশনের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা তাপস, ফাউন্ডেশনের সহযোগী মহির উদ্দিন মহির, ইব্রাহিম খলিল সরকার, একে হাসানুজ্জামান সদস্যবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।