সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় জাতিসংঘের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এ নিয়ে তিনি দিচ্ছেন টানা দ্বাদশতম ভাষণ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
জাতিসংঘ সচিবালয় সূত্র জানায়, জাতিসংঘের আর কোনো সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা সরকারপ্রধানের ভাষণ দেওয়ার এমন রেকর্ড নেই। অর্থাৎ শেখ হাসিনার লাগাতার এক যুগ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকার ঘটনাটি গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশকে এ বিশ্ব সংস্থায়ও বিশেষ এক মাত্রায় প্রতিষ্ঠিত করেছে।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা গত বৃহস্পতিবার জানান, ভিডিওতে ধারণকৃত প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে ভার্চুয়াল এ অধিবেশনে। তিনি দিবসের পঞ্চম বক্তা। সকাল ৯টায় শুরু দ্বাদশ প্লেনারি মিটিংয়ের প্রথম বক্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বক্তা রয়েছেন যথাক্রমে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জগনাথ, আন্দোরার সরকারপ্রধান জেভিয়ার ইসপট জামোরা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শেখ হাসিনার পরের বক্তারা হলেন ফিজির প্রধানমন্ত্রী জসাইয়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন মুহাম্মদ ইয়াসিন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আক্কা মোহা সেনা পাডেই টিকো হুন সান, নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ, সলোমন আইল্যান্ডের প্রধানমন্ত্রী মানাশেহ সোগাভারে, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস, সামোয়ার প্রধানমন্ত্রী টুইলাপে সেলিলা ম্যালিয়েলেগাওয়াই, লিসোথোর প্রধানমন্ত্রী ময়েকেটসি মাজোরো, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফ্যান লফভেন, গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালেভস, লাউয়ের প্রধানমন্ত্রী থঙ্গলু সিসুলিথ, বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফিয়া উইলিস, আয়ারল্যান্ডের মাইকেল মার্টিন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।