জামালপুর সংবাদদাতা : জামালপুরে অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রি এবং দোকানে মুল্য তালিকার চার্ট না রাখার দায়ে কেন্দুয়া কালিবাড়ি বাজার ও হাজিপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বলেন, তিন ব্যবসায়ীরা হলো চাঁন মিয়াকে ৫ হাজার টাকা, আবুল কাশেমকে ১০ হাজার টাকা এবং হাজিপুর লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।