করোনা থেকে সুস্থ হলেন বিশ্বের ২ কোটি ১২ লাখের বেশি মানুষ

S M Ashraful Azom
0
করোনা থেকে সুস্থ হলেন বিশ্বের ২ কোটি ১২ লাখের বেশি মানুষ


সেবা ডেস্ক: বিশ্বে মহামারি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) ৯ লাখ ৩২ হাজারে বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ ছাড়িয়ে গেছে। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে এরইমধ্যে দুই কোটি ১২ লাখের বেশি মানুষ এই রোগ থেকে সুস্থ হয়েছেন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৭৩০ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৯৯৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৫৪৭ জন।

কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন, ভারতে ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬, ব্রাজিলে ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪, রাশিয়ায় আট লাখ ৭৮ হাজার ৭০০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৯ হাজার ২৮৯, পেরুতে পাঁচ লাখ ৭৩ হাজার ৩৬৪, কলোম্বিয়ায় ছয় লাখ ছয় হাজার ৯২৫, মেক্সিকোতে চার লাখ ৭৫ হাজার ৭৯৫, চিলিতে চার লাখ সাত হাজার ৭২৫, ইরানে তিন লাখ ৪৮ হাজার ১৩, সৌদি আরবে তিন লাখ তিন হাজার ৯৩০, পাকিস্তানে দুই লাখ ৮৯ হাজার ৮০৬, তুরস্কে দুই লাখ ৬০ হাজার ৫৮, জার্মানিতে দুই লাখ ৩৭ হাজার ৫৫০, বাংলাদেশে দুই লাখ ৪৩ হাজার ১৫৫, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ৯৫০, কাতারে এক লাখ ১৮ হাজার ৯৩১, কানাডায় এক লাখ ২১ হাজার ২২৪, ফ্রান্সে ৮৯ হাজার ৫০৭ জন, ওমানে ৮৩ হাজার ৯২৮ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৫ হাজার ৫০১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৯ হাজার ৯৮১, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৮০২, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ৮৭৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৫৭৮ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top