জামালপুরে ৬ আসামীর আদালতে আত্মসমর্পন

S M Ashraful Azom
0
জামালপুরে ৬ আসামীর আদালতে আত্মসমর্পন


জামালপুর প্রতিনিধি : জামালপুরে ভাতিজা মোমিন হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত চাচাসহ ৬জন আদালতে আত্মসমর্পন করেছে। ১৩ সেপ্টেম্বর দুপুরে তারা জামালপুর আদালতে আত্মসমর্পন করেন। আত্মসমর্পনকারিরা হলো চাচা আনছার আলী প্রমানিক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর ৫ আসামী কলম প্রমানিক, শাহীন, সাইদুল, শাইবানু, শাবজান।

 ৯ সেপ্টেম্বর আসামীদের অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন আদালত রায় ঘোষণা করেন। মামলার আরজিতে প্রকাশ, ২০০৭ সালে সদর উপজেলার কুমারগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মোমিনকে হত্যা করা হয়। 

নিহতের পিতা রইচ উদ্দিন বাদি হয়ে ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। আত্মসমর্পনকারিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। আত্মসমর্পনের পর বিজ্ঞ আদালত তাদেরকে করাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top