শামীম তালুকদার: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১:০০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয় র্যালি পরবতীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,বণিক সমতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,মুক্তিযোদ্ধা প্রফেসর আফসার আমিন,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল,সাংবাদিক শাহীন আল আমিন,গোলাম রাব্বানি নাদিম,রাশেদুল ইসলাম রনি প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা তথ্য অধিকার এর বিভিন্ন দিক তুলে ধরেন। তথ্য প্রদান প্রত্যেক নাগরিক বাধ্য,আবার তথ্য প্রাপ্যতাও সকলের অধিকার এ জন্য সরকার ২০০৯ সালে তথ্য আইন প্রণয়ন করে যার মাধ্যমে মুলত নিধারিত হবে তথ্য কিভাবে কতটুকু বিনিময় হবে।তথ্য আইন ও তথ্য কমিশন গঠন সরকারের একটি মাইলফলক হিসাবে বিবেচিত এবং শতভাগ নিয়মনীতি মেনে তথ্য প্রদান সকলের দায়িত্ব ও কর্তব্য বলে বক্তারা জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।