উত্তর টাঙ্গাইল প্রতিনিধি: সংকট কালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে এই শ্লোগানে ও তথ্য তথ্য অধিকার সংকটে হাতিয়ার- এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে আর্šÍজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ,বিআরডিপি চেয়ারম্যান মো.রুহুল আমীন,বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আ.মান্নানসহ ঘাটাইল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।