যমুনায় পানি বৃদ্ধি; তলিয়ে যাচ্ছে প্রণোদনার রোপাধান

S M Ashraful Azom
0
যমুনায় পানি বৃদ্ধি;  তলিয়ে যাচ্ছে প্রণোদনার রোপাধান


কাজিপুর প্রতিনিধি: ষষ্ঠ দফায় বাড়ছে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি। সিরাজগঞ্জ পাউবো’র তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় উজান থেকে নেমে আসা ঢল ও বর্ষণে ৫৬  সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পূর্বের কয়েকদফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রদত্ত প্রণোদনার ধানের সর্বশেষ চারাগুলোও পানিতে তলিয়ে যাচ্ছে। 
 কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দফা বন্যায় কাজিপুরে আউশ এবং রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দেয়া  ৮ জুলাইয়ের তথ্যমতে  আউশ ৬১০ হেক্টর, রোপা আমন বীজতলা ৩৫০ হেক্টর, ২২ জুলাইয়েরে তথ্যমতে রোপা আউশ ৬১০ হেক্টর রোপা আমন ৪৭০ হেক্টর এবং সর্বশেষ ৮ আগস্টের তথ্যমতে রোপা আউশ ৬১০হেক্টর,  রোপা আমন ৪৭৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। 
এই ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা কৃষি অফিস গত দুই সপ্তাহ পূর্বে সরকারি সহায়তায় বীজতলায় চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত নয়শ কৃষককে দিয়েছিলো। কৃষকেরা সেই চারাও জমিতে রোপন করেছেন। কিন্তু যমুনার পানি বৃদ্ধির ফলে গত চব্বিশ ঘন্টায় প্রায় ৮৯ হেক্টর জমির রোপা আমন সহ আরও উঠতি ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। পানি বৃদ্ধির যে অবস্থা তা অব্যাহত থাকলে কাজিপুরের চরাঞ্চলের প্রায় আশিভাগ রোপা আমন ধান পানিতে তলিয়ে যেতে পারে। উপজেলার নতুন মাইজবাড়ি চরের কৃষক শাহীনুর আলম  জানান, “ দুই দফায় আমার চার বিঘা জমির রোপাধান গ্যাছে। অফিস থাইক্যা চারা আইনা লাগাইছিলাম। তাও গেলো। এখন কি করমু!” 
কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, “ যমুনায় পানি বৃদ্ধির ফলে রোপা আমন ধানখেত পানিতে নিমজ্জিত হচ্ছে। আমরা মাঠে তৈরি রয়েছি। প্রকৃতির এই বিপদ কেটে গেলেই নতুন করে চিন্তা করতে হবে। ”


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top