বকশীগঞ্জ প্রতিনিধি : প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যক্রমের মাধ্যমে পুলিশ আপনাকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। এখন থেকে কোন সেবা গ্রহণকারীকে থানায় যেতে হবে না। পুলিশই আপনার দ্বারে দ্বারে ঘুরবে বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমা রানী সরকার বলেন ছোট ছোট সমস্যা, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। বকশীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন পৌর বিট (৮নং) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন।
বকশীগঞ্জ পৌর সভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় বিট পুলিশিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস স¤্রাট।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।