কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সোমবার(২৮ সেপ্টেম্বর) থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে দশ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রির জন্মদিনে মোট ১৩ হাজার নয়শ দশ জন হতদরিদ্র মানুষ এই সুবিধা পাচ্ছেন। মোট চাল বরাদ্দ হয়েছে চারশ ১৭ মে.টন। ২৪ জন ডিলারের মাধ্যমে এই চাল বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।