উল্লাপাড়ায় প্রাচীন চৈত্রহাটি মন্দির রক্ষায় মানববন্ধন

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় প্রাচীন চৈত্রহাটি মন্দির রক্ষায় মানববন্ধন


উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার প্রাচীন চৈত্রহাটি শ্রী শ্রী জগদ্বিশ্বরী মাতা মন্দিরে তালা ভাঙ্গা, মূর্তি ভাংচুর, স্বর্ণালাঙ্কার ও বাসনকোসন চুরি, মন্দিরের জমি দখল, আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে রোববার সকালে এক মানবন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে  জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া শাখার উদ্যোগে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আয়োজক শাখার সভাপতি সুনীল মাহাতো, আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রমানাথ মাহতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শেখ মোঃ মোস্তফা নুরুল আমিন, আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক কালিদাস রায়, পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক আশি বারিহাস, উল্লাপাড়া শাখার মহিলা বিষয়ক সম্পাদক মহারানী মুরালী, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক রামকৃষ্ণ অধিকারী প্রমুখ। 

মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি সুনীল মাহাতো অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি মহল উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে অবস্থিত প্রাচীন শ্রী শ্রী জগদ্বিশ্বরী মাতা মন্দিরের নানা ভাবে ক্ষতি সাধন ও জোরপূর্বক মন্দিরের জমি ভোগদখল শুরু করেছে। গত সপ্তাহে রাতে মন্দিরের তালা ভেঙ্গে দুবৃর্ত্তরা মন্দিরে ঢুকে জগদ্বিশ্বরী বিগ্রহের গাঁয়ে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু কাসার বাসন পত্র চুরি করে নিয়ে যায়। এসময় শ্বেত পাথরের মূর্তির মাথায় আঘাত করে এর ক্ষতি সাধন করে। কথিত মহলটি বিভিন্ন উপায়ে এলাকায় অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টেরও পাঁয়থারা করছে। সুনীল মাহাতো আরো বলেন, আদিবাসীদের বিরুদ্ধে একটি মিথ্যা খুনের মামলা চাপিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তিনি অবিলম্বে চৈত্রহাটি জগদ্বিশ্বরী মাতা মন্দির রক্ষা, এর নিরাপত্তা বিধান, সম্পত্তি উদ্ধার এবং আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য মানবন্ধন কর্মসূচিতে উল্লাপাড়া ছাড়াও পার্শ্ববর্তী পাবনা ও নাটোর জেলার ২ শতাধিক আদিবাসী নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানবন্ধন শেষে আয়োজক সংগঠন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top