
স্টাফ রিপোর্টারঃ কাজিপুর পৌর সভার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে ঝুঁিকপূর্ণ হয়েছিলো। রাস্তার দুপাশের অনেকখানি জায়গা ভেঙ্গে নেমেছে। ফলে যানবাহন চলাচলে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কায় যাত্রী এবং পরিবহন চালকেরা ভয়ে চলাচল করেন। সম্প্রতি ওই রাস্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ভাঙ্গা গর্তে পড়ে একটি অটোরিক্সা উল্টে যাবার ঘটনার ঘটেছে।
অবশেষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ওই রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী ও পিআইও একেএম শাহা আলম মোল্লা। উপজেলা পরিষদের অর্থায়নে ওই রাস্তার পাশের ধসে যাওয়া অংশে বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে। এসময় ইউএনও জানান, “ জনগণের চলাচল নির্বিঘœ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি সংস্কার হয়ে গেলে চলাচল স্বাভাবিক হবে। ”
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।