জামালপুর সংবাদদাতা: জামালপুরে রিকশাচালক রাসেল হত্যা মামলায় ২সহোদরের ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। ২৭সেপ্টেম্বর দায়রা জজ বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই দন্ডাদেশ প্রদান করেন।
মৃত্যুদন্ড দন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো-ভূট্টু (৩০) ও তার ভাই খালেক (৪৫)। এ ছাড়াও আসামীদের ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার দন্ডাদেশপ্রাপ্ত অন্যান্য আসামীরা হলো ছামিউল (৩০), জহিজল (৩০), রশিদ (৪৫), মো. কাশি (৫০), ফুলু মিয়া (৩০), বিদ্যুত (২৫) ও বাবুল (২৫)।
মামলার অপর ৪ আসামী হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দেয়া হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাহজাহান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।