দেওয়ানগঞ্জে মহাসড়কের ভূমি ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে মহাসড়কের ভূমি ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর - ধানুয়াকামালপুর - কদম তলা (রৌমারী) জেলা মহাসড়ক (কামালপুর স্থলবন্দর লিংক সহ) প্রশস্ত করণ ও মজবুতি করণ। এল এ কেস নং ১৬/২০১৭-১৮ প্রকল্পের ভূমি অধিগ্রহণ (ক্ষতিগ্রস্থ মালিকদের) আর্থিক চেক বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা যায়, জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২১ সেপ্টেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রিরচর আলহাজ্ব হেফাজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ভূমি ক্ষতিগ্রস্থ মালিকদের মাঝে ৩৮ টি চেক এর মাধ্যমে দুই কোটির উপরে টাকা প্রদান করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসকের প্রতিনিধি মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ জামালপুরের মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার (লিপি) প্রমুখ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন- জামালপুর জেলা  মহাসড়কের কার্যক্রম বেগমান, মজবুতকরণ, টেকসই ও দ্রুত গতিতে   কার্যক্রমের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি রাস্তার উন্নতি করনের স্বার্থে জমির মালিকদের নিকট সহযোগিতা কামনা করেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top