কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনিত হয়েছে। 

কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার অর্ধশত চর প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে ৪০ হাজার মানুষ। কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ অংশ দিয়ে পানি ঢুকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শত শত হেক্টর আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। কোন কোন আমন ক্ষেতে ৪-৫ ফুট পানি জমে আছে। ডুবে গেছে গ্রামীণ সড়ক। 

এদিকে ধরলার ভাঙনে সদর উপজেলার সারডোব, মোঘলবাসা, পাঁচগাছি, যাত্রাপুর এবং তিস্তার ভাঙন বজরা, থেতরাই ও গুণাইগাছ এলাকায়  বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদী জমি।  


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top