বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ কমেছে

S M Ashraful Azom
0
বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ কমেছে


সেবা ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাস (কভিড-১৯) এর দৈনিক সংক্রমণের সংখ্যা গত কয়েকদিনের চেয়ে কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৩০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন চার হাজার ১৩৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ৬৯ হাজার ৩৬২ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৩১১ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩১ লাখ ১৯ হাজারের বেশি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৬ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৪৯৩ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ৬০ হাজার।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৪৫৫ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। নতুন ১৫ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

একদিনে ৩৮৮ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ৪ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৭০ লাখ ৪৬ হাজারের বেশি সংক্রমিত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top