সেবা ডেস্ক: যে কোন ধরনের সরকারি প্রকল্পের কেনাকাটায় অস্বাভাবিক মূল্য যাতে দেখানো না হয়, সে জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় এ সতর্কতার কথা বলা হয়েছে। সরকারি প্রকল্প মানেই বাড়তি দামে কেনাকাটার উৎসব। সম্প্রতি গণমাধ্যমে এমন অনেক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সতর্ক করা হলো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরসমূহে সিলিংবহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দে সামঞ্জস্য থাকছে না। এ ছাড়া সিলিংবহির্ভূত প্রকল্প গ্রহণ করায় সব প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এ বিষয়গুলোয় নিয়মনীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় বরাদ্দ করা সিলিংয়ের মধ্যে থেকে প্রকল্প গ্রহণ করতে হবে। বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে ৫০ কোটি টাকার বেশি প্রকল্পে অবশ্যই বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করতে হবে। প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অধিকতর সচেতনতা অবলম্বন করা, যাতে কোনো পণ্যদ্রব্যের অস্বাভাবিক দাম প্রদর্শিত না হয়। জি-টু-জি (সরকার-টু-সরকার) ভিত্তিতে গৃহীত প্রকল্পে সরকারি অর্থে পরামর্শক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। প্রকল্প বাছাই ও অনুমোদনের সময় অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে। রাষ্ট্রীয় ও জনগুরুত্বপূর্ণ বিশেষ প্রকল্পের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে আগেই অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।