ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের বাম তীর কয়েক বছর যাবৎ বেপরোয়া ভাবে ভাঙ্গন সৃষ্টি হয়। এভাঙ্গনের তীব্রতায় গাইবান্ধার শতশত এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এখন দেশের সুনাম ধন্য ব্যবসা কেন্দ্র সানন্দবাড়ী সীমানায় ঢুকলে বেশ ক'বার বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ করেও প্রশাসনের দৃষ্টিপাত করানো যায়নি, উপায়ান্তর না থাকায়, শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে এলাকার জনসাধারন নিজ নিজ বাড়ি হতে বাঁশ ও গাছের ডাল কেটে এনে পানিতে ফেলে স্রোত ঘুরানোর চেষ্টা করেন। সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম প্রামানিক জানান আমার এ বিষয়ে মাননীয় এমপি সাহেবের এপিএসের সাথে কথা হয়েছে কয়েক দিনের মধ্যেই ডিও লেটার দেয়া হবে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনতি বিলম্বে ভাঙ্গন রোধে কাজ করা হবে। তিনি আরও জানান মাননীয় এমপি জনাব আবুল কালাম আজাদ সাহেবের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উত্তরাঞ্চলের গণ মানুষের প্রানের দাবি ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাস হতে বাবা মায়ের কবর ও বসত ভিটা রক্ষা করতে জনবান্ধব সরকারকে এগিয়ে আসতে হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।