Add caption |
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রস্তাবক ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এসব প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম, লিটন আহম্মেদ, সাজ্জাদ হোসেন শিপন ও শহিদুর রহমান প্রামানিক।
মঙ্গলবার দুপুরের দিকে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীরা শন্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচনে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারনে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী তিনি মৃত্যুবরণ করেন। এ কারণে ১৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করেন।
উপজেলার কালেরপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্য ২১ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৭৭ জন। অত্র ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনক্ষন ঠিকা থাকলে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।