টঙ্গী, গাজীপুর : গাজীপুর জয়দেব থানাধীন পিরুজালী বর্তা পাড়া এলাকায় মো রফিকুল ইসলামের পৈতৃক সম্পত্তি চারদিকে পাকা বাউন্ডারি ওয়াল সহ জমিতে ঘর- বাড়ি নির্মাণ করিয়া এবং জমিতে বিভিন্ন ফলজ গাছপালা রোপণ করিয়া দীর্ঘ দিন যাবত ভোগদখল করিয়া আসছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে আসামী ১ নং মো আবদুল্লাহ, দুলাল শেখ, রফিকুল ইসলাম রাফু,রোস্তাম আলী, সদর উদ্দিন, শরিফুল ইসলাম, আফাজ উদ্দিন এরা গাজীপুরগণ ভূমিদস্যু ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। উল্লেখিত আসামিরা তাহাদের সহযোগী সন্ত্রাসী বাহিনীসহ আমাদের ভোগদখলীয় উক্ত জমি জোর পূর্বক দখল কারার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাইতে থাকে।বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানাইলে উল্লেখিত আসামিরা আমাদের উপর আরো বেশি ক্ষীপ্ত হয়ে উঠে। গত ১৫ সেপ্টেম্বর বেলা আনুমানিক ০১.১৫ টার দিকে আসামীরা তাহাদের সহযোগী আরো ১৫/২০ জন সন্ত্রাসী দা, লাঠি, লোহার রডন,রামদা, চাপাতি, শাবল, কোদাল, ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনীভাবে আমাদের ভোগদখলীয় বাউন্ডারি ঘেরা উক্ত জমিতে প্রবেশ করিয়া জোরপূর্বক জমি দখল করার লক্ষ্যে জমির মধ্যে ঘর নির্মাণ করার চেষ্টা চালায়। আমার স্ত্রী ও ভাবিরা এসে ঘর নির্মাণে বাধাঁ সৃষ্টি করলে উক্ত আসামিরা হত্যার হুমকি মারপিট করে। ১ নং আসামি আবদুল্লাহ ধারালো দা দিয়ে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া কোপ মারিলে আল্লাহ রহমতে বেচে যায়। এবং কি আমার মেয়ে ও ভাতিজি কে মেরে ভিডিও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়,যাহার বাজার মূল আনুমানিক ৩৫০০০ হাজার টাকা, ও আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন আনুমানিক ৩০০০০ হাজার টাকা কৌশলে আসামি দুলাল শেখ নিয়ে যায়। উক্ত আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিটে সকলের শরীরের বিভিন্ন স্হানে নীলাফুলা রক্তাক্ত জখম করে এবং পড়নের কাপড় চোপড় টানাহিচড়া করে। জখমীদের আত্মা চিৎকারে আশ পাশ্বের লোকজন আগাইয়া আসিলে আসামিরা পরবর্তীতে আমাদের হত্যা করে জোর পূর্বক জমি দখল করবে বলে হুমকি দিয়ে যায়। আশ পাশ্বের লোকজনের সহযোগিতায় রক্তাক্ত জখমীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মো জাবেদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।