স্টাফ রিপোর্টার: বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি সজিব আহমেদ রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
মঙ্গলবার বিকেলে সংগঠনের তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারা সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে পরিচিত হন।
এসময় শেখ শাহা আলম নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, ‘ মহীয়সী নারীর নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে আপনারা স্থান পেয়েছেন। আশা করি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন। দেশকে এগিয়ে নিতে জননেত্রি শেখ হাসিনার মিশনকে বাস্তবায়িত করতে সাংস্কৃতিক কর্মিদের বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা এখন অনেক কাজ করছি। আরও করতে হবে। আপনারা যার যার অবস্থান থেকে যদি সংস্কৃতির সেবা করে যান, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। দেশ থেকে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস দূর হবে। এসময় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী এস বিজয় , আলভী সরকার, পলাশ খান প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।