উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে পৌর শহরের এইচটি ইমাম উষ্মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগ উল্লাপাড়া উপজেলা শাখা এ আলোচনা সভা আয়োজন করে।
জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারি করোনার এ দুর্যোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে সফলতার সহিত করোনা মোকাবেলা করে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা সারা বিশ্বের নিকট রীতিমত চমক ও বিস্ময় সৃষ্টি করেছে।
জাতীয় শ্রমিকলীগ উল্লাপাড়া উপজেলা শাখা’র সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিতে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম আমিরুল ইসলাম আরজু, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এস, এম জাহিদুজ্জামান কাকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগ নেতা কাউন্সিলর আবুল কালাম আজাদ। এছাড়াও রোববার দিবাগত রাত ১২.০১ মিনিটে উল্লাপাড়া আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে কেক কর্তনের মধ্যদিয়ে নানা আয়োজনে দিবসের শুভ সুচনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।