লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সড়ক দুর্ঘটনায় শাকিল (১৩) নামে এক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীর চর সুরুজ মিয়া বাজার সংলগ্ন ব্রীজে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর শাকিল মিয়া উপজেলার ডিগ্রীরচর এলাকার মোঃ রফিকুল ইসলাম পুত্র।
স্থানীয়রা জানায়, উপজেলার ডিগ্রীরচর সুরুজ মিয়ার বাজার সংলগ্ন ব্রীজ অতিক্রম করার পথে ভটভটি পিছনের চাকায় পিষ্ট হয় । তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মংমনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়। চর পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।