![Distribution of PM's gift items continues in Dewanganj দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অব্যাহত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_yth5Q6zC_XUu-9M0RjderVHY4VvqFb8sSE8GQ9CIW275hAfaJc37yTkZP5gnoJ9CldOEs4xdcvFfSKO5nI5dbezsDaiKQBaMlUfE9T7ivDTJN2_SSt0_mJrR_kE6rrs9JYo7v7_WZ0o/s1600-rw/%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%2593%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%2597%25E0%25A6%259E%25E0%25A7%258D%25E0%25A6%259C%25E0%25A7%2587+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A6%25B0+%25E0%25A6%2589%25E0%25A6%25AA%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%2597%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A6%25A3+%25E0%25A6%2585%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B9%25E0%25A6%25A4.webp)
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও হত দরিদ্র পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ৮ জুলাই সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত ও দরিদ্র ১২০ পরিবারদের ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিড়া ও নুডুলস।
দরিদ্রদের ত্রাণ বিতরণ করেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল। এ সময় তিনি বন্যার্ত মানুষদের কাছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছেন বলে তিনি শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এর পূর্বে ইউনিয়নের বানভাসি ও কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ তিনি।
বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা অলিদ মাহামুদ ইউপি সদস্য সুজা মিয়া, আব্দুল মালেক, তারা মিয়া, শফিকুল ইসলাম, মাজেদা বেগম, রেখা খাতুন উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।