দেশের ৯ হাজার ৬ শত সংস্কৃতিসেবীকে ৪ কোটি ৬৬ লাখ টাকার অনুদান

S M Ashraful Azom
0
দেশের ৯ হাজার ৬ শত সংস্কৃতিসেবীকে ৪ কোটি ৬৬ লাখ টাকার অনুদান
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনার ধাক্কায় কর্মহীন হয়ে পড়া সারাদেশের ৯ হাজার ৬ শত জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের মধ‌্যে ৪ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ের নিজ দপ্তরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।

অনুদানের মধ্যে ১ম কিস্তিতে ৬৪ জেলার ৩ হাজার ২০০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৬০ লাখ টাকা ও ২য় কিস্তিতে ৩ হাজার ৪০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৫২ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেওয়া হয়েছে।তাছাড়া ঢাকা মহানগরীর সংস্কৃতিসেবীদের মধ‌্যে ১ম কিস্তিতে ১ হাজার ৩৩৯ জনকে ৬৬ লাখ ৯৫ হাজার টাকা ও ২য় কিস্তিতে এক হাজার জনকে ৫০ লাখ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেওয়া হয়েছে।
 
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান ও ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি ১ হাজার ২১ জন সংস্কৃতিসেবীকে প্রায় ৩৭ লাখ টাকার বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

করোনার বিশেষ অনুদান ছাড়াও গত ২০১৯-২০ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত থেকে মন্ত্রণালয়ের নিয়মিত তালিকাভুক্ত ৩ হাজার ৭৫৬ জন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীর মধ‌্যে ৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top