ধুনটে করোনা রোগীর বাড়িতে ভালবাসার থলে পাঠালেন ইউএনও

S M Ashraful Azom
0
ধুনটে করোনা রোগীর বাড়িতে ভালবাসার থলে পাঠালেন ইউএনও

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই রোগীর বাড়িতে চাল, ডাল, তেল, নানা পদের সবজিসহ ৭ দিনের খাবার নিয়ে ‘ভালোবাসার থলে’ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

জানা গেছে, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের এক নির্মান শ্রমকি ও শহরের একটি ফ্যাসান হাউজের কর্মচারী কলেজপাড়ার এক যুবক দুই দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে তাদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। লকডাউনের কারণে বাড়িতে অবস্থারত কেউই বাইরে যেতে পারছেন না।

ওই দুই বাড়িতে থাকা ওই ব্যক্তির বাবা-মা সহ পরিবারের সদস্যরা যাতে খাদ্য সংকটে না পড়েন- সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা, সেমাইসহ নানা পদের সবজি নিয়ে 'ভালোবাসার থলে' পাঠানো হয়।

আতংক নয় আত্ম বিশ্বাসী হউন, ভালবাসা ওমমতায় পাশে আছি-এ শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরের দিকে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে ছুটে যান ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। এ সময় তিনি করোনা রোগীকে বলেন, ভয় নয়, করোনাকে জয় করতে হবে। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতান বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের অবহেলার চোখে নয় তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত পরিবারের আশপাশের পরিবারগুলোকে সচেতন করা হয়েছে। যেন তারা স্বাস্থ্যবিধি মানেন এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবাবারের প্রতি সংবেদনশীল থাকেন। আক্রান্ত দুজন রোগীই এখন সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও  সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top