![Tangail District Education Office is taking online classes অনলাইনে ক্লাস নিচ্ছে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi59hGD-1VBJOffuMzndCJeyzZdzWDZ2CgO0_JUPC_7yk7U_f3oFfjmf9GvyW27psbG4swme9EzrrZUnRx3MxkM1lO2muA0_K7XkZpyftNqQgozVqi-AMcfGjCqwN7z0BOqEcsnB4hrHLg/s1600-rw/%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587+%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B8+%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%259A%25E0%25A7%258D%25E0%25A6%259B%25E0%25A7%2587+%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%2599%25E0%25A7%258D%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25B2+%25E0%25A6%259C%25E0%25A7%2587%25E0%25A6%25B2%25E0%25A6%25BE+%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25BE+%25E0%25A6%2585%25E0%25A6%25AB%25E0%25A6%25BF%25E0%25A6%25B8.webp)
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে টাঙ্গাইল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথানিয়মে পাঠদান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ ক্ষতি পুষিয়ে নিতে জেলা শিক্ষা অফিস ‘টাঙ্গাইল অনলাইন স্কুল’ ফেইসবুক পেইজের মাধ্যমে গত ৬ এপ্রিল থেকে প্রতিদিন লাইভ ক্লাস পরিচালনা করছে। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে ৪-৫ টি করে গড়ে মোট ৩০ টির বেশি লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। ক্লাসগুলো নিয়মিত দেখে নির্দেশনাসমুহ ও বাড়ির কাজ নিয়মিত করলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের অভাব অনেকাংশে পূরণ হবে।
উক্ত ক্লাসগুলো ফেইসুবক পেইজে (https: www.facebook.com/tangailonlineschool/) সংরক্ষণ রয়েছে। সেখান থেকে সুবিধাজনক সময়ে যে কেউ ক্লাসগুলো দেখতে পারবে বলেও জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।