আজ থেকে শুরু হলো বিনা মাশুলে আম পরিবহণ

S M Ashraful Azom
0
আজ থেকে শুরু হলো বিনা মাশুলে আম পরিবহণ

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরার করোনা পরিস্থিতিতে সারাদেশে আম পরিবহণ নিয়ে চাষি-ব্যবসায়ীদের কপালে যখন চিন্তার ভাঁজ তখনই ঘোষণা আসে রাষ্ট্রীয় ডাকে বিনা মাশুলে আম পরিবহণের। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এই ঘোষণা দেন। প্রত্যন্ত অঞ্চল থেকে ফল বিনা মাশুলে রাজধানীতে নিতে ডাক বিভাগের কার্যক্রমের উদ্বোধনও করেন গত ৩০ মে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহণ শুরু হবে আজ থেকে। কিন্তু সরকারি সংস্থা ডাকঘরের মাধ্যমে আম পরিবহণে আস্থা পাচ্ছেন না চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের এই মনোভাব জানা গেছে। সদর উপজেলার মহারাজপুরের আম ব্যবসায়ী আকবর আলী বলেন, সরকারি ডাক বিভাগের উপর মানুষের এমনিতেই আস্থা কম। সাধারণ চিঠি ডেলিভারি করতেই দুই-তিন দিন সময় নেয় তারা। তাই আম পরিবহণে আস্থা পাচ্ছেন না। বিনা মাশুলে আম পরিবহণ করতে গিয়ে যদি দেরিতে ডেলিভারির কারণে আম পচে নষ্ট হয় তখন লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।

পুরাতন বাজারের আম ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ভাড়া করা ট্রাকে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে আম চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠানো যায়। বেসরকারি কুরিয়ার সার্ভিসেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই আম ডেলিভারি দেওয়া হয়। কিন্তু ডাক বিভাগ দ্রম্নততার সঙ্গে ডেলিভারি দিতে পারবে বলে মনে হয় না তাদের। তাই সরকারি ডাকের উপর আস্থা রাখা যাচ্ছে না। কেননা আম পচনশীল পণ্য। ডেলিভারি দিতে দেরি হলে পচে নষ্ট হয়ে যাবে। তখন আর কিছুই করার থাকবে না। তবে দ্রম্নততার সঙ্গে নির্ধারিত গন্তব্যে আম ডেলিভারি দিতে পারলে ডাক বিভাগের এই সেবা সাড়া ফেলবে বলেও মনে করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পোস্ট অফিসের মাস্টার লক্ষণ কুমার চন্দ বলেন,  ৩ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাক বিভাগের মাধ্যমে আম পাঠানো শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান কার্যালয় থেকেই কেবল আম বুকিং করা যাবে। তবে এ সংক্রান্ত বিশদ নির্দেশনা এখনো পাননি তারা। ঢাকায় কোন কোন শাখায় আম ডেলিভারি দেওয়া হবে এমন তথ্যও জানাতে পারেননি তিনি। পোস্ট মাস্টার আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আম ডেলিভারির স্থান নির্ধারণ করা হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top