ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া ৬০ লাখ টাকাসহ ৪জন আটক

S M Ashraful Azom
0
ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া ৬০ লাখ টাকাসহ ৪জন আটক

সেবা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের ৬০ লক্ষ টাকা চুরির সঙ্গে জড়িত চারজনকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৬০ লাখ টাকা  উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ গণমাধ্যমকে জানান, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।

গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। গাড়িতে চালকের সঙ্গে একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন।

পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই। ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তেমন কোনো তথ্য পায়নি।

পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে গ্রেফতার করে।

আদালতের নির্দেশে তাদের এক দিন রিমান্ডের পর ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, একজন গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মীকে কারাগারে পাঠানো হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top