‘নো মাক্স,নো ট্রাভেলিং’ শিরোনামে যাত্রী ও চালককে মাস্ক বিতরণ

S M Ashraful Azom
0
‘নো মাক্স,নো ট্রাভেলিং’ শিরোনামে যাত্রী ও চালককে মাস্ক বিতরণ

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবিলায় সকল যাত্রী ও চালকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সুপারের পর এবার কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম দুরপাল্লার বিভিন্ন পরিবহণ কাউন্টারে যান।

‘নো মাক্স,নো ট্রাভেলিং’ শিরোনামে দুরপাল্লার বাস যাত্রী ও চালকদের মাস্ক বিতরণ করে স্বাস্থ্যবিধি মানতে আহবান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষপাড়ার ঢাকা ও চট্টগ্রামগামী বাসের বিভিন্ন কাউন্টারে গিয়ে অভিযান চালান তিনি।

এসময় তিনি সকল যাত্রী ও বাসচালকদের স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে যাতায়াতের আহবান জানান।সামাজিক দূরত্ব পালন,স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ,সরকারের নির্ধারিত বাসভাড়া মনিটরিংসহ এ কর্মসূচি চলমান থাকবে বলে তিনি জানান।

জেলা প্রশাসাক নিজেই ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাথে নিয়ে বাস সংশ্লিষ্টদের সচেতনতায় ব্যানার ও ফ্যাস্টুন কাউন্টারে ও বাইরে লাগিয়ে দেন।এছাড়াও তিনি যাত্রীদের ও পথচারীদের মাঝে নিজেই  মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,সাংবাদিক রাজু মোস্তাফিজ,হুমায়ুন কবীর সুর্য,ফজলে ইলাহী স্বপন ও সেনা সদস্য রফিক সরকার প্রমুখ। এসময় জেলা প্রশাসক পরিবহণ সংশ্লিষ্ট ও সকলকে এক লাখ মাক্স বিতরনের ঘোষণা দেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top