বিজিবিতে যুক্ত হলো অত্যাধুনিক ইন্টারসেপটর জলযান

S M Ashraful Azom
0
বিজিবিতে যুক্ত হলো অত্যাধুনিক ইন্টারসেপটর জলযান

সেবা ডেস্ক: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’তে সংযোজিত হয়েছে অত্যাধুনিক ও দ্রুত গতিসম্পন্ন চারটি ইন্টারসেপটর জলযান। এগুলো ঘণ্টায় ৫৫ নটিক্যাল মাইল বা ১০১ কিলোমিটার গতিতে চলতে পারে। যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম এসব জলযান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও প্রত্যক্ষ নির্দেশনায় বিজিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ জলযানগুলো বাহিনীতে যুক্ত হয়েছে। সিলভারক্রাফট ৪০ মডেলের রিইনফোর্সড পলিমারের তৈরি ৪০ ফুট দীর্ঘ ও ৭৫০ হর্স পাওয়ারের তিন ইঞ্জিনবিশিষ্ট প্রতিটি জলযান ৩৩ জন সৈন্য ধারণে সক্ষম। এতে আছে স্বয়ংক্রিয় মেশিনগান সংযুক্তির সুবিধাসহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, চতুর্থ প্রজন্মের জিপিএস, আধুনিক সোনার সিস্টেম ও আরও অনেক অত্যাধুনিক সরঞ্জাম। জলযানগুলো নিজস্ব অবস্থান থেকে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু জলযানের অবস্থান নিশ্চিত করতে পারে। এতে দু'জন মুমূর্ষু রোগী পরিবহনেরও ব্যবস্থা আছে।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের চার হাজার ১৮৪ কিলোমিটার স্থল সীমান্তের পাশাপাশি ভারতের সঙ্গে ১৮০ ও মিয়ানমারের সঙ্গে ৬৩ কিলোমিটার নৌ-সীমান্ত বিজিবি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং টহল দেয়। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে আগ্নেয়াস্ত্রে সজ্জিত, অধিক সৈন্য বহনে সক্ষম দ্রুতগতির এ জলযান বিজিবির সক্ষমতা বহুলাংশে বাড়াবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top