জেনে নিন ঢাকার কোথায় করতে পারবেন কোভিড-১৯ টেস্ট

S M Ashraful Azom
0
জেনে নিন ঢাকার কোথায় করতে পারবেন কোভিড-১৯ টেস্ট

সেবা ডেস্ক: দিন দিন প্রাণঘাতি ভাইরাস করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। আতঙ্কে দিশেহারা  হয়ে অনেকেই জানেন না কোথায় এবং কিভাবে করোনা ভাইরাসের টেস্ট করা যায়।

নিচে কোভিড-১৯ টেস্ট সম্পর্কিত কিছু তথ্য দেয়া হল:

*বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: এখানে প্রতিদিন সকাল ৮ টায় পরের দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন নিচের লিংকে গিয়ে। সাধারণ রোগী, চিকিৎসকদের জন্য আলাদা সেকশন এবং আলাদা সময় উল্লেখ করা আছে। নিজের পছন্দমত সময় বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে এক মোবাইল নাম্বার দিয়ে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি অনুপস্থিত থাকেন তবে দ্বিতীয় বার সেই মোবাইল নাম্বার থেকে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ নাও করা হতে পারে। সকাল ৮ টা থেকে ১০:৩০টা পর্যন্ত চেস্টা করে যাবেন।
https://old.bsmmu.edu.bd/e_ticketing/f/fc_appointment

*ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল: হাসপাতালটির হটলাইন নম্বর 10615-এ সকাল ৮টায় ফোন দিয়ে পরের দিনের জন্য সিরিয়াল দিতে হয়। আরেকটা অপশন হল Google Play Store থেকে Ibn Sina Doctor Appointment অ্যাপ ডাউনলাউড করে নিন। এরপর নিচের নির্দেশনা ফলো করে সকাল ৮ টায় এপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করুন।
Doctors Appointment>Ibn Sina Medical College Hospital > Select From Doctor List > COVID-19 Test Booking.

*স্কয়ার হাসপাতাল: স্কয়ার হাসপাতালে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার এই তিনদিন স্যাম্পল কালেকশন করা হয়।

*ল্যাব এইড/আনোয়ার খান মর্ডান/ ইউনাইটেড হাসপাতাল: এই হাসপাতালগুলোতে শুধুমাত্র সাসপেক্টেড ভর্তি রোগীদের টেস্ট করা হয়। কোনো আউটডোর রোগীর টেস্ট করা হয় না।

এছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে যারা বাসায় এসে স্যাম্পল কালেকশন করেন। সেগুলোর নাম এবং ফোন নম্বর:

*প্রাভা হেলথ: ১০৬৪৮ বা ০১৮৮৬৫৫৫২০০ (৮ জুনের পর থেকে)

*ডিএমএফআর মলিকুলার ল্যাব (সোবহানবাগ, ধানমন্ডি): ১০৬৪৯ বা ০১৯৫৮৩১৬৩৭৭

*সিএসবিএফ হেলথ সেন্টার: ০১৭৩০৭১৭০০৯

*ইউএইচডিপি: ০১৯৯৩৩১৯৫১০

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্র্যাকের অধীনেও কিছু নমুনা সংগ্রহের বুথও চালু করা হয়েছে। গুগলে সার্চ দিলে KIOSK নামের লিস্ট পাবেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top