রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: “নিজ দায়িত্বে ঘরে থাকুন, কি লাগবে বলুন, আমরা আছিতো” এ শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা লোকেরা এখন থেকে ফোন করলেই ঘরের দুয়ারে পৌঁছে যাবে বাজার করার খাদ্য সামগ্রী।
ক্রয় করতে পারবে ন্যায্য মূল্যে। এ দোকানে পাওয়া যাবে মানুষের ওষুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
অনলাইন এ ভ্রাম্যমান দোকানের পৃষ্টপোষকতা করছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন। সহযোগিতা করছেন স্বপ্ন সিড়ি নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের কম্পাউন্ডে একটি পিকাপভ্যানে এ দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
এ সময় তিনি বলেন, এ দোকান মনিটরিং করার জন্য একটি কমিটি করা হয়েছে। এ দোকান থেকে মানুষ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী ও ওষুধ। যে কেউ ফোন করলে তাদের বাড়িতে পৌঁছে যাবে শপিংমলের এ দোকান।
তিনি আরো বলেন, মানুষের যেন বাজারে যেতে না হয়। এ জন্য দোকানে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ ও কাচাঁ বাজারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী রাখা হবে। যাতে মানুষ সহজেই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় করতে পারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দোকান খোলা থাকবে।
এ সময় স্বপ্ন সিড়ির সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক কবির হোসেন জানায়, এ দোকানের হটলাইন নাম্বার হলো, ০১৯৭৭-৫১২০৬৫ ও ০১৬১৬-২৮০৬৮০।
ফোন করলে ২ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে পন্য সামগ্রী। মাছ, মাংসের জন্যে সকাল ৬টা হতে ১০টার মধ্যে অর্ডার করতে হবে। পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে। করোনার কারণে ডেলিভারি চার্জ ফ্রি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।