নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে নারী নিহত, গুরুতর আহত তিন

S M Ashraful Azom
নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে নারী নিহত, গুরুতর আহত তিন

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : বন্য শুকরের কামড়ে আমেনা নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নারী ও শিশুসহ আরও তিনজন।

রবিবার বেলা দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের ভেতরে জঙ্গলে লাকরি কাটতে গেলে তারা এ হামলার শিকার হন।

নিহত আমেনা (৪০) পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আহতরা হলেন- একই গ্রামের গৃহবধূ মোমেনা বেগম (৪৫), তার ছেলে রিয়াদ (১২) ও লক্ষীকুড়া গ্রামের সোহরাব আলীর স্ত্রী কোহিনূর বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, রবিবার সকাল দশটার দিকে ইকোপার্কের ভিতরে সাইট ভিউ টাওয়ারের পাশের জঙ্গলে লাকরি কাটতে যান আমেনা, মোমেনা ও মোমেনার ১২ বছর বয়সী ছেলে রিয়াদ।

এসময় আকস্মিক একটি বন্যশুকর তেড়ে এসে তাদের উপর হামলা করে উপর্যুপরি কামড়ে গুরুতর আহত করে। সামান্য সময়ের ব্যবধানে পাশ্ববর্তী রেস্ট হাউজ সংলগ্ন টিলায় লাকড়ি কাটতে যাওয়া কোহিনূর বেগমকেও কামড়ে গুরুতর আহত করে শুকরটি।

এসময় আহতদের চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে গত শুক্রবার বন্য শুকরের কামড়ে গুরুতর আহত হয়ে এক উপজাতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top