বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের একটি ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার রাত ৮ টা ৪ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে সরকারি চাল চুরি করা নিয়ে একটি স্ট্যাটাস দেন ভাইস চেয়রম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার।
তিনি লিখেন “আমি নিজে একজন জনপ্রতিনিধি হয়েও বলতে বাধ্য হলাম যদি কোন জনপ্রতিনিধি গরীবের ত্রাণের চাল নিয়ে দুর্নীতি করে তাহলে তাকে ক্রসফায়ার করা হউক”। এর পরই ভাইরাল হয়ে যায় উপজেলা ভাইস চেয়ারম্যানের এই স্ট্যাটাস।
তার ওই পোষ্ট কয়েক শ ফলোয়ার তা নিজের ওয়ালে শেয়ার করেন। অনেকেই আবার তার ওই পোষ্টের সাথে একাত্মতা প্রকাশ করেন।
ওই রাতেই বকশীগঞ্জ পৌর শহরের একটি দোকান থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। চাল চুরির মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় চাল উদ্ধারের কিছুক্ষণ পর তিনি তার ফেসবুকে চাল চোরদের ক্রসফায়ার চেয়ে স্ট্যটাস দেন।
এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই নানা আলোচনা-সমালোচনা করেন। অনেকেই বলেন একজন ভাইস চেয়ারম্যান দায়িত্বশীল পদে থেকে রাষ্ট্রের কোন ব্যক্তির ক্রসফায়ার চাইতে পারেন না। তবে বেশির ভাগ মানুষ তার ওই স্ট্যাটাস নিয়ে ভূয়সী প্রশংসা করেন।