সেবা ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের বিরুদ্ধে চাল চুরির মিথ্যা অপবাদের বিরুদ্ধে গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে চাল চুরির মিথ্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের হৃদয়ে বাংলাদেশ নামক গ্রæপ মেসেঞ্জার থেকে মুকুল হোসেন নামক এক ব্যক্তি দরিদ্রদের মাঝে চাল বিতরণের সময় চাল চুরি করে বিক্রি করে দিয়েছে এমন মিথ্যা অপপ্রচার চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন সাধারণ ডাইরী করেছেন।
এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, মুশুদ্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটুসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ফেসবুকে অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।