সেবা ডেস্ক: পুরো বিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত করা হয়েছে।
এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি আর পরদিন পয়লা বৈশাখের ছুটিও যুক্ত হয়।
সর্বশেষ আজ চতুর্থ দফায় ছুটি বাড়ানোর কারণে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।