রফিকুল আলম, ধুনট (বগুড়া): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা সনাক্ত করতে বগুড়ার ধুনট উপজেলায় ২ নার্সসহ ১৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগ। রবিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের বিস্তাররোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সরকার। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ১৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরমধ্যে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন নার্স রয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে আক্রন্ত ভর্তি রোগীদের সেবা দিয়েছেন। অন্য ১১ জন ঢাকা-নারায়নগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধুনটে ফেরত আসা শ্রমজীবি মানুষ। তাদের শরীরে জ্বর ও সর্দি কাশি রয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাছিব বলেন, উপজেলায় করোনাভাইরাস আছে কি না তার নমুনা পরীক্ষার কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত ১৩জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষার জন্য বগুড়া জেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট পাঠানো হয়। এরমধ্যে ৯জনের পরীক্ষায় করোনা সনাক্ত হয়নি।
এদিকে ২ নার্সসহ ৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত কি না। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান তিনি।