জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ও গাড়ি চালক এবং ইসলামপুর উপজেলায় এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। নমুনা পরিক্ষায় করোনা ভাইরাস পজেটিভ থাকার বিষয়টি আজ সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: মো: শফিকুজ্জামান জানান, জেলার সরিষবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বাসিন্দা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার, গাড়ি এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা উপসর্গ দেখা দেখা দিয়েছে। রোববার তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার সন্ধ্যার পরে তাদের নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা শনাক্ত হওয়ার পর থেকে ওই উপ-সহকারি মেডিকেল অফিসার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের তার নিজের বাড়িতে অবস্থান করছেন।
এদিকে করোনা শনাক্ত ওই শিশুর বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জোদ্দারপাড়া গ্রামে।
গত ২৪ ঘন্টায় জামালপুর জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৩ জনের পজেটিভ আসে।
এ যাবৎ জেলায় সর্বমোট ১১জন করোনা ভাইরাসে শনাক্ত হলো ।