রৌমারীতে পেঁয়াজ, রসুন, জিরা ও শুকনো মরিচের দাম বৃদ্ধি

S M Ashraful Azom
রৌমারীতে পেঁয়াজ, রসুন, জিরা ও শুকনো মরিচের দাম বৃদ্ধি

শফিকুল ইসলাম: করোনা ভাইরাসের কারনে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় গত এক সপ্তাহে রসুন, আদা, মসুরডাল,জিরা,পেঁয়াজ ও শুকনো মরিচের দাম বৃদ্ধি হয়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গতকাল রবিবার রৌমারী বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

রৌমারী বাজারের খুচরা ব্যবসায়ী জহরুল মিয়া জানান, প্রকারভেদে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিলো প্রতিকেজি ৩০ টাকা, এক সপ্তাহের ব্যবধানে এখন ৫০টাকা। রসুন ছিল প্রতি কেজি ১০০ টাকা তা বেড়ে বিক্রয় হচ্ছে ১২০ টাকা দরে। জিরা প্রতি কেজি ৩৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। আদা প্রতি কেজি ১৫০ টাকা বেড়ে বিক্রি করছে ২৪০ টাকা।  এছাড়াও শুকনো মরিচ প্রতি কেজি ১৮০ টাকা বর্তমান বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

রিয়াজুল নামের একজন ক্রেতা বলেন, গত সপ্তাহে আদা,রসুন, পেঁয়াজ, শুকনো মরিচের দাম হাতের নাগালের মধ্যেই ছিল। কিন্তুু হঠাৎ করোনার কারনে  এসব পন্যের দাম হয়েছে। হিসাব করে বাড়ি থেকে যে টাকা নিয়ে এসেছি এখন দেখি খচর পূরণ করা সম্ভব হলো না।

আফসার আলী নামের এক ভ্যান চালক জানান, করোনা ভাইরাসের কারনে গাড়ি চলা চল বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটছে। পাশের বাড়ির একজনের কাছ থেকে ধার করে বাজার করতে আসলাম । এখন দেখি জিনিসপত্রের দাম বেশি তাতে আমার কাছে যে টাকা খরচ সম্পূর্ন হলো না।

রৌমারী বাজারের পাইকারি ব্যবসায়ী হাকিম ও রফিকুল ইসলাম জানান,  দেশে করোনা ভাইরাসের কারনে বিভিন্ন জেলায় লকডাউন ঘোষনা করার পর এ অবস্থার সৃষ্টি হয়। যেসব এলাকা থেকে এসব পণ্য আমদানি করা হয় সেসব  এলাকার কৃষকরা পণ্য বাজারজাত করতে পারছে না। আর একারনে এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top