সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল। তার স্থলাভিষিক্ত হবেন র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র্যাব ডিজির স্থলাভিষিক্ত হবেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।