সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের বরাত দিয়ে ডা.শাহিনুর আলম জানান, জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনাভাইরাসের পরীক্ষা করা হলে তার শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। তবে ওই নারীকে কয়েকদিন পর আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবার রাতে করোনা সন্দেহে উপজেলার ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী ও সন্তানরা। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।