রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাবার সামগ্রীসহ বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ সরকারের পাশাপাশি ব্যাক্তিগত ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরমধ্যে স্বপ্ন সেবা সংগঠন নামে একটি সেবামুলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণের ব্যতিক্রম উদ্যেগ নিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্যরা যখন ঘটা করে এক জায়গায় অনাহারীদের জমায়েত করে তাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন। এতে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় থাকছে না। অথচ সামাজিক নিরাপদ দুরত্ব সুরক্ষায় স্বপ্ন সেবা সংগঠনের পক্ষ থেকে কর্মহীনদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌছে দেওয়ার কাজটি করছেন। প্রায় দুই সপ্তাহ ধরে উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে তারা অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন।
প্রতিদিনের ধারাবাহিকতায় শুক্রবার দুপুরের দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীনদের ঘরের দরজায় হাজির হন খাবার সামগ্রী নিয়ে। এই কাজটি করছেন স্বপ্ন সেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহ সংগঠনের সদস্য হাফিজুর রহমান ও বিভূতি ভুষন শুভ প্রমুখ।